ভূতের সরকার চাচ্ছেন খালেদা জিয়া
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবিধানিক পথে না গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভূতের সরকার’ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে রোববার ১২ নভেম্বর বিএনপির সমাবেশে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন, সংবিধানের অধীনে নির্বাচন চান না তিনি। যা বাংলাদেশের রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক হবে।
তিনি আরো বলেন, ২০০৮ সালের পর থেকে বেগম খালেদা জিয়া যে অস্বাভাবিক রাজনীতির পথ অনুসরণ করেছেন, সেই অস্বাভাবিক রাজনীতি এখনও অনুসরণ করে চলেছেন। তিনি মোটেও বদলাননি, শোধরাননি।
হাসানুল হক ইনু বলেন, তিনি (খালেদা জিয়া) কখনও সহায়ক সরকার, কখনও নিরপেক্ষ সরকার, আবার কখনও নির্দলীয় সরকারের কথা বলেছেন।
শেখ হাসিনার অধীনে বা সংবিধানের অধীনে নির্বাচন না করার ঘোষণার মধ্য দিয়ে তিনি কার্যত একটি ভূতের সরকারের অধীনে নির্বাচন করার কথা বলেছেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া এবং তার স্বামী জেনারেল জিয়াউর রহমানই বঙ্গবন্ধুকে হত্যা করে, একুশে আগস্টের দুর্ঘটনা ঘটিয়েছে, মানুষ পুড়িয়ে এবং জঙ্গি আক্রমণ করে প্রতিহিংসার রাজনীতি করেছেন।